এসসিএস পরিবারের ৩ বছরের যত অর্জন


মনোগ্রাম 

স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর গত তিন বছরে সফলতা সমূহ।



১) প্রতিষ্টার ১ম বছরে সীরাতুন্নবী(সা:) মাহফিল আয়োজন (০১/০৩/২০১৯সন)।

২) মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ (২০/০৮/২০১৮সন) (১ম প্রোগ্রাম)।

৩) এসসিএস পরিবার পরিচালিত ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিজয় দিবস উপলক্ষে খাবার বিতরণ ও শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন (১৬/১২/২০১৮সন)।

৪) ১৪৪০ হিজরী সনের পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচী রচিত ব্যানার ২০টি মসজিদের জন্য এবং ৫০০পিস লিফলেট ইসলাম প্রিয় মুসলমানদের মাঝে বিতরণ করা হয় (০৩/০৫/২০১৯সন)।

৫) ১৪৪০ হিজরী রমজান মাস উপলক্ষে এতিমদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয় (৩১/০৫/২০১৯সন)।

৬) ১০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় (১০/০১/২০২০সন।

৭) ১০০টি চারাগাছ রোপন করা হয় (১৪/০৮/২০২০সন)।

৮) ৮ মাসের ফ্রি কোরআন শিক্ষাদান ক্যাম্পেইন সম্পন্ন করা হয় (২০১৮-২০১৯সন।

৯) হারবাং ডেউলতলী জুনিয়র একাদশ আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন (১২ মার্চ ২০১৯ সন)।

১০) হারবাং মুসলিম পাড়া যুব সমাজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন (২০ মার্চ ২০১৯সন।










এসসিএস পরিবার কর্তৃক প্রোগ্রামসমূহের কিছু ছবি দেওয়া হলো উপরের অংশে।


Facebook.com/ Scsfamilybd

Twitter.com/ Scsfamilybd2018


স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ 

        একটি স্বেচ্ছাসেবী সংস্থা 









মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে

মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান