ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক
এওয়ার্ড |
পুরস্কার গ্রহন করছেন মুরাদ উদ্দীন চৌধুরী |
আজ ঢাকার লি মেরিডিয়ান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিএইচএল' এর উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন জনাব মুরাদ উদ্দীন চৌধুরী।
পুরস্কার অনুষ্ঠানে অতিথিদের সাথে মুরাদ উদ্দীন চৌধুরী |
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর জনাব মিয়ারুল হক , সিনিয়র ডিরেক্টর(অপারেশন) জনাব মাহমুদ বিন আলম , এইচআর ডিরেক্টর জনাব তৌফিকা ইরফান , ভার্সুয়ালী উপস্থিত ছিলেন ডিএইচএল এশিয়া প্যাসিফিক অঞ্চলেের ভাইস প্রেসিডেন্ট মিস ইয়াতি।
অনুষ্ঠানের ডিজিটাল স্কিনে মুরাদ উদ্দীন চৌধুরী |
সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দীন চৌধুরী সাহেবের এই অর্জনে স্বপ্ন ছোঁয়া সংগঠন-এসসিএস পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং আগামী দিনগুলোর জন্য রইলো শুভ কামনা ।
স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ
একটি স্বেচ্ছাসেবী সংস্থা
মন্তব্যসমূহ