ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক

এওয়ার্ড 


দক্ষতা , মেধা ও শ্রম দিয়ে কোম্পানির সাফল্যে অবদান রাখায় ডিএইচএল কর্তৃক সুপার স্টার এমপলি অফ দ্যা ইয়ার ২০১৯ পুরস্কারে ভূষিত হলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন-এসসিএস' এর সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দীন চৌধুরী। 

পুরস্কার গ্রহন করছেন মুরাদ উদ্দীন চৌধুরী 

আজ ঢাকার লি মেরিডিয়ান হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিএইচএল' এর উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন জনাব মুরাদ উদ্দীন চৌধুরী। 

পুরস্কার অনুষ্ঠানে অতিথিদের সাথে মুরাদ উদ্দীন চৌধুরী 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর জনাব মিয়ারুল হক , সিনিয়র ডিরেক্টর(অপারেশন) জনাব মাহমুদ বিন আলম , এইচআর ডিরেক্টর জনাব তৌফিকা ইরফান , ভার্সুয়ালী উপস্থিত ছিলেন ডিএইচএল এশিয়া প্যাসিফিক অঞ্চলেের ভাইস প্রেসিডেন্ট মিস ইয়াতি। 

অনুষ্ঠানের ডিজিটাল স্কিনে মুরাদ উদ্দীন চৌধুরী

সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দীন চৌধুরী সাহেবের এই অর্জনে স্বপ্ন ছোঁয়া সংগঠন-এসসিএস পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং আগামী দিনগুলোর জন্য রইলো শুভ কামনা । 


 Facebook.com/ Scsfamilybd  

Twitter.com/ Scsfamilybd2018


স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ 

          একটি স্বেচ্ছাসেবী সংস্থা 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে

মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান