এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান
মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর দু'জন স্বপ্ন সারথি গত ০৭ জুলাই ২০২২ তারিখে চট্টগ্রাম ও চকরিয়াতে ভিন্ন ভিন্ন রোগীকে স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন।
![]() |
সিঃ সহ-সভাপতির রক্তদান |
চকরিয়া জম জম (প্রাঃ) হাসপাতালে সকাল ১১ ঘটিকার সময় রক্তশুন্যতায় আক্রান্ত এক শিশুকে বি+(পজিটিভ) এক ব্যাগ রক্তদান করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর নির্বাহী কমিটির সিঃ সহ-সভাপতি শাহজাদা আবুল হাশেম শাহ্ । মানবতার কল্যাণে ১৩ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন তিনি ।
![]() |
প্রতিষ্টাতা চেয়ারম্যান এর রক্তদান |
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ব্লাড ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে রাত ১০ ঘটিকায় এ+(পজিটিভ) স্বেচ্ছায় রক্তদান করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান । এই দানের মধ্যে দিয়ে মানবতার কল্যাণে ৪র্থ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেন করেন ।
দু'জন রক্তদাতা এবং উভয়ের রোগীদের জন্য এসসিএস পরিবারের পক্ষ থেকে শুভ কামনা , মহান আল্লাহ এই দানকে কবুল করুক- আমিন।
স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ
একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
মন্তব্যসমূহ