এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান

মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর দু'জন স্বপ্ন সারথি গত ০৭ জুলাই ২০২২ তারিখে চট্টগ্রাম ও চকরিয়াতে ভিন্ন ভিন্ন রোগীকে স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন। 

সিঃ সহ-সভাপতির রক্তদান

চকরিয়া জম জম (প্রাঃ) হাসপাতালে সকাল ১১ ঘটিকার সময় রক্তশুন্যতায় আক্রান্ত এক শিশুকে বি+(পজিটিভ) এক ব্যাগ রক্তদান করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর নির্বাহী কমিটির সিঃ সহ-সভাপতি শাহজাদা আবুল হাশেম শাহ্ । মানবতার কল্যাণে ১৩ তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান সম্পন্ন করেন তিনি । 

প্রতিষ্টাতা চেয়ারম্যান এর রক্তদান

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ব্লাড ক্যান্সার আক্রান্ত এক অসহায় রোগীকে রাত ১০ ঘটিকায় এ+(পজিটিভ) স্বেচ্ছায় রক্তদান করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ'এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান । এই দানের মধ্যে দিয়ে মানবতার কল্যাণে ৪র্থ বারের মতো স্বেচ্ছায় রক্তদান করেন করেন । 

দু'জন রক্তদাতা এবং উভয়ের রোগীদের জন্য এসসিএস পরিবারের পক্ষ থেকে শুভ কামনা , মহান আল্লাহ এই দানকে কবুল করুক- আমিন। 


Facebook

Twitter

Instagram

YouTube

Facebook Group

Facebook Group (Blood Unit)

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ 

       একটি স্বেচ্ছাসেবী সংস্থা। 

মন্তব্যসমূহ

ইসলামের আলো বলেছেন…
আলহামদুলিল্লাহ

জনপ্রিয় পোস্ট

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে

মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন