পবিত্র মহাগ্রন্থ আল-কোরআনের ভবিষ্যৎ তারকাদের সম্মানার্থে খাবার বিতরণ

প্রোগ্রামের স্থীর চিত্র 


শুক্রবার  

২৩-০৯-২০২২

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের অন্তর্গত ৫নং ওয়ার্ডের আওতাধীন মধ্যম পহরচাঁদা হেফজখানা ও এতিমখানা এবং দারুল কোরআন হেফজখানা ও হযরত মেহেদী শাহ (রহ.) এতিমখানার ছাত্রদের সম্মানার্থে একবেলা খাবারের (বিরানি) আয়োজন- ২০২২ সফলভাবে সম্পন্ন করেন স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ। 

সংস্থার প্রতিনিধি এবং স্ব স্ব প্রতিষ্টানের পরিচালক ও শিক্ষকের উপস্থিততে ছাত্রদের মাঝে এই খাবার বিতরণ করেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ। এসময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ' এর পৃষ্ঠপোষক জনাব মুরাদ উদ্দিন চৌধুরী , প্রতিষ্টাত ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান , নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু তৈয়ব , স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান জনাব আব্দুল মালেক শাকির , সহ-প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আলাউদ্দিন , সাধারণ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ , মোহাম্মদ রিদুয়ান , মোহাম্মদ আরিফ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যম পহরচাঁদা জামে মসজিদের খতিব জনাব মাওলানা ইসমাঈল হোসেন আজাদী , দারুল কোরআন  হেফজখানা ও হযরত মেহেদী শাহ (রহ.) এতিমখানার পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ জমির উদ্দীন।


Facebook

Twitter

Instagram

YouTube


স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ

         একটি স্বেচ্ছাসেবী সংস্থা। 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্ট

এসসিএস পরিবারের পরিক্ষা সামগ্রী বিতরণ

ডিএইচএল কর্তৃক পুরস্কারে ভূষিত হলেন এসসিএস' এর পৃষ্ঠপোষক

এসসিএস পরিবারের স্বপ্নদ্রষ্টার শুভ জন্মদিন

স্বপ্ন ছোঁয়া সংগঠন বাংলাদেশ এর সাধারণ সদস্য সংগ্রহ চলছে

মুরাদ উদ্দিন চৌধুরী শিক্ষা বৃত্তি - ২০২৩ পরিক্ষা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

এসসিএস পরিবারের দুই সদস্যের স্বেচ্ছায় রক্তদান